ভুলিনি
- কানিজ ফাতেমা আনিকা ২৮-০৪-২০২৪

সবাই তো যায় না চলে।
কেউ কেউ রেখে দেয় সুগভীর ঋণ।
কমে এলে আলো
চোখ ভিজে আসে স্তব্ধতার পাশে।
" তোমাকে ভুলিনি আমি। "
সর্বগ্রাসী এই সত্য
ধুলোময় করে দেয় আনন্দের পরম্পরা।
আমি তো জানিই
আমি কতদূর খুঁড়ে রেখেছি আমারই শবদেহ!

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 5টি মন্তব্য এসেছে।

Dojieb
১৩-০৪-২০২০ ০৯:৪৫ মিঃ

এই ফরমাটটাই কিন্তু সুন্দর.... শেষের লাইনের আমারই না দিয়ে আমার দিলে বোধহয় আরো শ্রুতিমধুর হবে। এই লাইনটাই কবিতাটার প্রাণ।

kanizc0
১৩-০৪-২০২০ ০৯:৩৭ মিঃ

ভেবেছিলাম, নতুন কোনো রূপে সাজাবো
কিন্তু সব গুলিয়ে গেলো
তাই আগের টুকুই আবার জুড়ে দিলুম।

Dojieb
১২-০৪-২০২০ ১৯:৪১ মিঃ

আপু, ডিলিট করে দিলেন কেন! অবাক হলাম!

kanizc0
১২-০৪-২০২০ ১৭:৪৪ মিঃ

:)

Dojieb
১২-০৪-২০২০ ১৬:১১ মিঃ

আমি কি জানি আমার শবদেহ কতদূর খোঁড়া! যদি জানতে পারতাম, অন্ততঃ শান্তি নিয়ে দুচোখ বুজে ঘুমোতে পারতাম। আপনাদের (আপনি সহ আরো ৪-৫ জন) লেখা পড়লে নিজেকে খুব ছোট মনে হয়। বুঝি, কিছুইতো লিখতে পারলামনা।